কালীপুজোর আগের দিন দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধনের সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দক্ষিণেশ্বরের মতো কালীঘাট, তারকেশ্বর, তারাপীঠের মতো পীঠস্থানগুলিতেও স্কাইওয়াক বানানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এবার সীলমোহর পড়ল সেই পরিকল্পনায়। এবার স্কাইওয়াক হবে কালীঘাটে।
রাজ্য নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, কালীঘাট স্কাইওয়াক তৈরিতে খরচ হবে ১২৫ কোটি টাকা। আগামী বছর মার্চের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ। জানা গেছে, প্রস্তাবিত এই স্কাইওয়াকটি লম্বায় হবে ৪৫০ মিটার। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং কালীঘাটকে জুড়বে এটি। পাশাপাশি, দক্ষিণেশ্বরের মতোই কালীঘাটের স্কাইওয়াকের সঙ্গেও থাকবে তিন জোড়া এসকেলেটার।
উল্লেখ্য, নবনির্মিত দক্ষিণেশ্বর স্কাইওয়াকটি লম্বায় ৩৪০ মিটার। এর থেকে ১১০ মিটার অতিরিক্ত লম্বা হবে কালীঘাটের স্কাইওয়াকটি। তবে চওড়ায় এটি দক্ষিণেশ্বরের মতোই সাড়ে ১০ মিটার হবে। দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই স্কাইওয়াকের জন্য প্রয়োজনীয় নকশা এবং গোটা প্রকল্পটি নিয়ে বিস্তারিত একটি রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা ‘রাইটস’কে।
প্রশাসনের তরফে মনে করা হচ্ছে, এই স্কাইওয়াকটি তৈরি হয়ে গেলে কালী টেম্পল রোডে যে যানযট হয় তা অনেকটাই কমে যাবে। পুলিশ, পুরসভা এবং রাইটসের কর্তারা ইতিমধ্যেই গোটা এলাকা ঘুরে দেখেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কালীঘাটে স্কাইওয়াক করার মূল উদ্দেশ্যই হল দর্শনার্থীদের সুষ্ঠুভাবে যাতায়াতের সুবিধা করে দেওয়া। ফলে দ্রুত কাজ শেষ করতে চায় তারা।