মোদী সরকারের দমন ও পীড়ন নীতিই কোনঠাসা করছে বিজেপিকে। পায়ের তলার মাটি সরেছে তাদের। তাই ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাতিয়ার মূর্তি রাজনীতি।
৩,০০০ কোটি টাকা খরচে বিশ্বের উচ্চতম মূর্তি প্রতিষ্ঠার পর এবার হিন্দু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে রামের মূর্তিকে উঁচুতে দাঁড় করানোর প্রয়াস শুরু করেছে গেরুয়া শিবির।
উল্লেখ্য, ২০১৪ নির্বাচনে হিন্দু ভোট ব্যাঙ্ক টানতে রাম মন্দির নির্মানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তবে রাজনৈতিক ও আইনি জটিলতার কারনে তা এখনও দিনের আলো দেখেনি। কিন্তু মন্দির তৈরি হোক আর না হোক মোদীর অনুপ্রেরণায় যোগী আদিত্যনাথের সরকার এবার ১০০ মিটার উঁচু বিশালাকার রাম মূর্তির প্রতিষ্ঠা করতে চলেছে অযোধ্যায়।
এই নিয়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে ১৯৯২-এর জঙ্গী আন্দোলনের পুরনাবৃত্তির হুমকিও দিয়ে রেখেছে আরএসএস।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, দীপাবলীর আগেই ১০০ মিটার উঁচু রাম মূর্তি তৈরির ঘোষণা করে রাজ্যবাসীকে উপহার দেবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ব্রোঞ্জের তৈরি এই মূর্তি করতে ৩৩০ কোটি টাকা খরচ করবে যোগী সরকার। মূর্তি বসবে অযধ্যায় সরযূ নদীর তীরে। এছাড়াও ১০০ মিটার উঁচু রাম মূর্তির পাশাপাশি রামের সংগ্রহশালা এবং একটি আর্ট গ্যালারি তৈরি করারও পরিকল্পনা নিয়েছে সঙ্ঘ। মূর্তিটি ৩৬ মিটার উঁচু বেদির উপর বসানো হবে বলে জানা গেছে।
রাজনৈতিক মহলের মতে, উন্নয়ন নয়, মূর্তি দেখিয়ে ভোট টানার কৌশল নিয়েছে মোদির বিজেপি। তাই বিজেপি মানব-অতিমানবের মূর্তি তৈরিতে হাজার হাজার কোটি টাকা খরচে মন দিয়েছে। এদিকে রবিবারই এক অনুষ্ঠানে যোগী আদিত্যনাথের ফরমান, দীপাবলীরদিন প্রভু রামের নামে একটি করে প্রদীপ জ্বালান।