ভারতের মত বাংলাদেশেও বেজে গিয়েছে ভোটের বাদ্যি। চলতি বছরের শেষের দিকে মুজিবরের দেশে রয়েছে সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনেই বিরোধীদের যে কোনও প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার সংকল্প নিলেন খোদ মুজিবর রহমানের মেয়ে তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গণভবনে হওয়া এক সাংবাদিক বৈঠকে দেশবাসীকে আশ্বাস দিতে হাসিনা বলেন, ‘ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোট নিয়ে যারা সংশয় সৃষ্টি করতে চাইছে, তাদের উদ্দেশ্য কী? বাংলাদেশে চিরকালই সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে এসেছে। আমরা চাই এবারও সেটাই হোক। ষড়যন্ত্র চিরাচরিত বিষয়, তা চলবেই। তবে এর মধ্যে দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যে কোনও ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধপরিকর আমরা।
২০১৩ সালের ভোটের সময় ‘ছোট আকারের নির্বাচনকালীন’ সরকার গঠন করা হয়েছিল। এ বারও ভোটের সময় মন্ত্রীসভার আকার ছোট করা হতে পারে, এমন ইঙ্গিত মিলেছিল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসিনা বলেন, ‘এখনও মন্ত্রীসভায় সব দলের প্রতিনিধিরাই রয়েছেন। নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে সমস্ত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে আমাদের অনেকগুলি উন্নয়নমূলক প্রকল্প চলছে। মন্ত্রীসভা ছোট হলে সেই উন্নয়নকার্য বাধাপ্রাপ্ত হতে পারে।’ তবে নির্বাচনের জন্য তিনি যে আটঘাট বেঁধে প্রস্তুত, তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন হাসিনা।