বাংলায় রামের সঙ্গে জোট বেঁধেছে বামেরা। কিন্তু জাতীয় স্তরে তাদের বিজেপি বিরোধিতা এখনও প্রবল। এই ব্যাপারে তারা কংগ্রেসের মুখাপেক্ষী। তাই নিজেদের শক্তি না থাকলেও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের ফলের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে সিপিএম। এই রাজ্যগুলোতে বিজেপিকে হারিয়ে কংগ্রেস নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাতেও তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধার ব্যাপারে দ্বিধা করবে না বামেরা। দলের রাজ্য কমিটির বৈঠকে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দেওয়া ভাষণের পরোক্ষ মর্মার্থ ছিল এমনটাই।
সাংবাদিক বৈঠকেও ইয়েচুরি সরাসরি বলে দেন, ‘পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে অধিকাংশ জায়গায় বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হচ্ছে। বিজেপিকে যে প্রধান শক্তি পরাস্ত করতে পারবে তাদেরই ভোট দেওয়ার আহ্বান জানাব মানুষকে। পাঁচ রাজ্যে ভোটের ফল দেখার পর আমরা কেন্দ্রীয় কমিটিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বিজেপিকে হারিয়ে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা সরকার ক্ষমতায় আসুক, এটাই আমরা চাই। একইভাবে বাংলায় বিজেপি এবং তৃণমূল, এই দুই দলই আমাদের প্রতিপক্ষ। তাই আমরা এই দুই দলের বিরুদ্ধে থাকা ভোট যাতে কম ভাগ হয়, সেই চেষ্টা করব এখানে’।
তাই তৃণমূল ও বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক ভোটকে যথাসম্ভব এক জায়গায় আনার চেষ্টা করার নিদান দিয়ে ইয়েচুরি কার্যত বুঝিয়ে দিয়েছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করতে তাঁরা তৈরি।