তথ্যপ্রযুক্তি শিল্পে লগ্নি টানতে নিউটাউনে সিলিকন ভ্যালির কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেখানে যাতে বেশি করে তথ্যপ্রযুক্তি সংস্থা যোগ দিতে পারে, তার জন্য প্রয়োজনে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। অর্থাৎ সিলিকন ভ্যালিতে ঠাঁই পাওয়ার জন্য যে খরচ করতে হবে সংস্থাগুলিকে, তারই একটা অংশ বহন করবে রাজ্য। এই বিষয়টি শীঘ্রই সরকারিভাবে ঘোষণা করবে রাজ্য। তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব দেবাশিস সেন জানিয়েছেন, গোটা বিশ্বেই এখন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, রোবোটিকস, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের মতো বিষয়গুলি নিয়ে চর্চা চলছে। পশ্চিমবঙ্গও তা নিয়ে যথেষ্ট এগিয়েছে। কিন্তু এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যাতে তার উপর বেশি গুরুত্ব দেয়, তার জন্যও সরকার উদ্যোগ নিচ্ছে। এর জন্য ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিক্স বা আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কথাও হয়েছে। পাঠ্যক্রমে যাতে এই বিষয়গুলিতে জোর দেওয়া হয়, তারই চেষ্টা চালাচ্ছে তাঁদের দপ্তর।
