‘মিশন হেক্সা’ নিয়ে রাশিয়া গিয়েছিল ব্রাজিল। প্রথম একাদশের মতন দুর্দান্ত শক্তিশালী ছিল রিজার্ভ বেঞ্চ। ফুটবল সমালোচকরা এও বলেছিলেন যে বলেছিলেন যে রিজার্ভ বেঞ্চই বিশ্বকাপ খেলার ক্ষমতা রাখে। অসাধারণ প্রতিভায় ঠাসা দল নিয়েও রিওতে কাপ নিয়ে যেতে পারেনি ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে চোখ ধাঁধানো ফুটবল খেলেও বেলজিয়ামের কাছে ১-২ গোলে হেরে যায় সেলেকাওরা। বেলজিয়ামের গোলরক্ষক কর্তোয়া হয়ে উঠৈছিলেন অতিমানব।
বিশ্বকাপের সময় থেকেই দল গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েন টিটে। দুরন্ত ফর্মে থাকা রবার্তো ফিরমিনোর বদলে প্রথম একাদশে জায়গা পেতে থাকেন ২১ বছর বয়সী তরুণ তারকা গ্যাব্রিয়েল জেসুস | গোটা লাতিন কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলোতে জেসুসের পারফরম্যান্সই, তাঁকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ফার্স্ট টিমে জায়গা করে দেয়। ফিরমিনো সুযোগ পেতে থাকেন দশ থেকে বারো মিনিট। যদিও বদলি হিসেবেই ওই সামান্য সময়েও একাধিক গোল করেন ব্রাজিল সমর্থকদের আদরের ‘ববি’ ।
এই নিয়ে প্রবল সমলোচনাও হয় বিশ্বকাপ চলাকালীনই। অবশেষে প্রকাশ্যেই ভুল স্বীকার করলেন প্রফেসর টিটে। বললেন ফিরমিনোর আরও অনেক বেশী সুযোগ পাওয়া উচিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিকতম ম্যাচে টিটে ভরসা রাখেন ববির ওপরেই।প্রফেসরের ভরসার মর্যাদা দিয়েই দুরন্ত গতিতে উঠে আসা ডগলাস কোস্টার ডিফেন্স চেরা ক্রস থেকে ১১ মিনিটেই জাল খুঁজে নেন লিভারপুলের স্ট্রাইকার।
জেসুসের থেকে অনেকবেশি সুযোগসন্ধানী ফিরমিনো বিশ্বকাপে শুরু থেকে ফলাফল অন্যরকম হতে পারতো – টিটের ভুল স্বীকার দুনিয়াজোড়া ব্রাজিল সমর্থকদের হতাশা বাড়িয়েছে।
টিটে অবশ্য বলেছেন ২১ বছরের জেসুস দেশের সম্পদ কিন্তু এই মুহূর্তে রবার্তো ফিরমিনোই প্রথম পছন্দ।
রবার্তো ফিরমিনো ও ডগলাস কোস্টারের আরও সুযোগ প্রাপ্য প্রফেসরের এই বার্তা থেকে পরিষ্কার যে সেলেকাওদের আগামী ম্যাচগুলো কোপা আমেরিকায় এরা শুরু করবেন প্রথম থেকেই।