মাদক পাচার রুখতে বড়ো সাফল্য পেল শুল্ক দফতরের প্রতিরোধ বিভাগ। বিশেষ সুত্রে খবর পেয়ে শুল্ক দফতরের বর্ধমান শাখার আধিকারিকেরা তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে উদ্ধার করেন বিপুল পরিমাণ পপি স্ট্র। মোট ৩০টি পপি স্ট্র ভর্তি বস্তা পাওয়া গেছে, যার পরিমাণ ৭৫০ কেজি। জানিয়েছেন কমিশনার অফ কাস্টমস (প্রিভেন্টিভ)পার্থ রায় চৌধুরী। ৩০০ বস্তা চালের মধ্যে লুকিয়ে পপি স্ট্র গুলি পাচার করা হচ্ছিলো। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ট্রাকটির গন্তব্য ছিলো পাঞ্জাব। বীরভূম জেলার দুবরাজপুর ও ইলমবাজারে বেআইনি ভাবে এই পোস্ত চাষ করা হয়েছিলো। এখনও পর্যন্ত একজন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
