হোয়াটসআপ সহ বিভিন্ন সােশাল নেটওয়ার্কিং সাইটে একটি ‘ফেক’ মেসেজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মেসেজটির মূল বক্তব্য ছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ হিসেবে বলা হয় শনিবার ১ তারিখ এবং আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ৮ ও ৯ তারিখ শনি ও রবিবার ব্যাঙ্ক ছুটি থাকবে। এমনকী এটিএমগুলিতেও টাকা না থাকার সম্ভাবনা আছে। ফলে সেই মতো প্রিপারেশন নিয়ে রাখতে বলাও হয়। মেসেজটি যত ছড়িয়ে পড়তে থাকে ততই বিভ্রান্তি বাড়তে থাকে। ঘটনাটি জানাজানি হতেই তা পুলিশের নজরেও আসে।
ঘটনাটি নজর এড়ায়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রকেরও।আর চারিদিকে এ নিয়ে বিতর্ক শুরু হতেই অর্থ মন্ত্রক বিবৃতি প্রকাশ করে জানায় যে খবরটি ভুয়া। সকলকে গুজবে কান না দিতে এবং গুজব না ছড়াতে অনুরোধ জানানো হয়। এই বিষয়ে ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক ওয়ার্কার্স এর ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রানা জানান, ‘সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে তা সত্য নয়। অর্থ মন্ত্রক ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে দেখা যায় ২,৮ ও ৯ তারিখ, অথাৎ দুটি রবিবার এবং মাসের দ্বিতীয় শনিবার বাদ দিয়ে প্রতিদিনই ব্যাঙ্কের সমস্ত কাজ হবে। তবে শনিবার রাজ্য সরকারি দফতরে ছুটি থাকে। পরের দিন রবিবার ২ তারিখ। সোমবার ৩ তারিখ আঞ্চলিক ছুটির দিন, সেদিনও জন্মাষ্টমী উপলক্ষে রাজ্য সরকারের সমস্ত অফিস ছুটি থাকবে। কিন্তু ১ তারিখ, অথাৎ প্রথম শনিবার ব্যাংক ছুটি নয়।