স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন দীপিকা পাল্লিকল, জোশনা চিনাপ্পা ও বাঙালি প্লেয়ার সৌরভ ঘোষাল। এশিয়াম গেমস মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে মালয়েশিয়ার প্রতিনিধি নিকোল ডেভিডের বিরুদ্ধে জয় পান দীপিকা। এদিকে জোশনার বিরুদ্ধে নেমেছিল মালয়েশিয়ার প্রতিনিধি শিবাসাঙ্গরী সুব্রমনিয়ম। হংকংয়ের চান মিং আউয়ের বিরুদ্ধে নামেন সৌরভ ঘোষাল।
মালয়েশিয়ার নিকোল ডেভিড প্রাক্তন এক নম্বর প্লেয়ার। তাঁর বিরুদ্ধে হারেন ০-৩ সেটে হারেন দীপিকা। কোয়ার্টার ফাইনালে জাপানি প্লেয়ার কোবাইয়াশি মিজ়াকিকে ৩-০ সেটে হারান দীপিকা। হংকংয়ের চান হো লিংকে কঠিন লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন জোশনা। আজ সেমিফাইনালে দুই প্লেয়ারক ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল।