এশিয়ান গেমসের সপ্তম দিনে সপ্তম সোনা এলো ভারতের ঝুলিতে। গেমস রেকর্ড গড়ে এশিয়াডে সোনা জিতলেন তাজিন্দর পাল সিং তুর। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে চলতি এশিয়াডে সোনা জিতলেন তিনি।
শনিবার পুরুষদের শট পুট ইভেন্টে সোনা জিতলেন তাজিন্দর। গেমস রেকর্ড গড়ে সোনা জয়ের পথে এদিন ২০.৭৫ মিটার দূরত্ব ছোঁড়েন তাজিন্দর। ফাইনালে প্রথম থ্রোয়ে এদিন ১৯.৯৬ মিটার দূরত্ব ছোঁড়েন তুর। তৃতীয় থ্রোয়ে ফাউল করায় ব্যাকফুটে চলে যান তিনি। কিন্তু দুরন্ত কামব্যাক করে শেষমেষ সোনা ছিনিয়ে নিলেন তিনি। ভাঙলেন এশিয়াডের ছ’বছরের পুরনো রেকর্ড।
১৯৯৪ পাঞ্জাবের মোগা প্রদেশে জন্ম তাজিন্দারের। ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও বাবার অনুপ্রেরণায় শট পুট হাতে তুলে নেন এই পাঞ্জাব তনয়। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতে প্রথম নজর কাড়েন তাজিন্দার। স্বভাবতই ২০১৮ কমনওয়েলথ গেমসে তাঁকে ঘিরে পদকের প্রত্যাশা তৈরি হয়। কিন্তু অষ্টম স্থানে শেষ করে হতাশ করেন তাজিন্দার। তবু এশিয়াডে তাঁকে ঘিরে পদকের প্রত্যাশা এতটুকু কমেনি। অবশেষে সোনা জিতেই সেই প্রত্যাশা পূরণ করলেন এশিয়ার পয়লা নম্বর শট পুট থ্রোয়ার।