রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে গত মাসের শুরুতে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়া উত্থান-পতনের মধ্য দিয়ে চলছিল রিয়ালের পারফরম্যান্স। ফলে লা লিগায় স্প্যানিশ জায়ান্টদের শুরুটা কেমন হয়- তাই ছিল দেখার। গেটাফেকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে জয় দিয়ে লা লিগা অভিযান শুরুও পরও রিয়ালের আক্ষেপ! দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব ছেড়ে চলে যাওয়ায় দর্শকেও ভাটা পড়েছে। রোনালদো না থাকায় দর্শকরা রিয়ালের খেলার দেখার আগ্রহ হারিয়ে ফেলেছে।
গত রোববার বার্নাব্যু স্টেডিয়ামের লা লিগার ম্যাচে গ্যালারি পুরোটাই ফাঁকা থাকে। রিয়ালের ম্যাচে গত দশ বছরে এত কম দর্শক হয়নি।
দীর্ঘ নয় বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদো জুভেন্টাসে পারি জমিয়েছেন। রিয়াল ছেড়ে রোনালদোর চলে যাওয়া এবং কোচ জিনেদিন জিদানের চলে যাওয়া দর্শকের ভাটা পড়েছে রিয়ালে।
তবে রোনালদো এবং কোচ জিদান, রিয়াল ছেড়ে চলে গেলেও লা লিগার শুরুর ম্যাচে খারাপ করেনি রিয়াল। ১৯৮৪ সালের পর থেকে ঘরের মাঠে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ কখনো পরাজিত হয়নি।