গোটা কেরালাই জলের তলায়৷ বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে যেমন গোটা দেশ তেমনি সাধ্যমত সাহায্যের আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরালার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।। রবিবার সেকথা জানিয়েছেন তিনি। আর এবার সেই তালিকায় সামিল পূর্ব মেদিনীপুরের কাঁথির, কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড,কন্টাই কোঅপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক৷ মোট ২০ লক্ষ টাকা এই তিন ব্যাঙ্ক দিয়েছে কেরালার বন্যা দুর্গতদের৷
কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, কন্টাই কোঅপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, এই তিন ব্যাঙ্কেরই চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বন্যাবিধ্বস্ত কেরলার সাহায্যে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের তরফ থেকে দেওয়া হয়েছে ১০ লাখ টাকা৷ বাকি দুটি ব্যাঙ্ক দিয়েছে ৫ লক্ষ করে৷
ব্যাঙ্কের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। শুধু ব্যাঙ্কই নয়, পূর্ব মেদিনীপুর জেলার বহু সংগঠনের তরফেও কেরালার সাহায্যে ত্রাণ তহবিলের আয়োজন করা হচ্ছে৷