[embedyt] https://www.youtube.com/watch?v=hdJu8fl2X4k[/embedyt]
রোমিওরা সাবধান। শহরের রাস্তায় মহিলাদের দিকে টেরাবেঁকা নজর দিলেই এবার ধরবে কলকাতা পুলিশের ‘দ্য উইনার্স’।
শহরে মহিলাদের নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। বুধবার থেকে তিলোত্তমার রাস্তায় মহিলা পুলিশের একটি দল ‘দ্য উইনার্স-কে নামাল লালবাজার। বিশেষ ভাবে প্রশিক্ষিত কলকাতা পুলিশের মহিলা কর্মীদের এই দলটির মূল কাজ, শহরে মধ্যে মেয়েদের উপর ঘটে চলা বিভিন্ন অপরাধ দমন করা এবং নারীদের সুরক্ষা প্রদান করা।
জানা গিয়েছে, এই দলের কর্মীরা স্কুটিতে চড়ে শহরের বিভিন্ন প্রান্তে টহলদারি চালাবে এবং বিশেষ করে ইভটিজিং, শ্লীলতাহানি, ছিনতাইয়ের মতো ঘটনাকে প্রতিহত করবে। কলকাতা পুলিশের প্রমিলা স্কুটি বাহিনীর পথ চলার শুরুতে লালবাজারে হাজির ছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এরা মূলত বিভিন্ন স্কুল-কলেজ চত্বরে এবং মহিলারা বিপদে পড়তে পারেন এমন সম্ভাব্য স্থানগুলিতে ঘুরবেন।
এই ‘দ্য উইনার্স’ বাহিনীর অন্যতম দায়িত্ব হবে, রাতের শহরের অপেক্ষাকৃত নির্জন রাস্তা ও যেখানে সাধারণ মানুষের যাতায়াত কম হয় এমন স্থানে নজরদারি চালান। লালবাজার সূত্রে খবর, থানা ও ডিভিশনগুলিতে দুই থেকে তিনজন করে এই বাহিনীর কর্মীরা টহলদারি চালাবে। আসন্ন পুজোর মরশুমে আরও বেশি করে কাজে লাগানো হবে এই বাহিনীকে। কারণ সেই সময়ে ইভটিজিং, শ্লীলতাহানির মতো ঘটনার মাত্রা আরও বেড়ে যায়।