মোবাইলে ব্যাঙ্ক ম্যানেজারের ফোন| এটিএম সিকিউরিটির দোহাই দিয়ে গ্রাহকের থেকে চাওয়া হল ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর| গ্রাহকও নিজের ব্যাঙ্ক সিকিউরিটির খাতিরে গড়গড় করে বলে দিলেন সব| ততক্ষণে সব শেষ| একটু পরেই গ্রাহকের মোবাইলে মেসেজ| সব টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এটিএম থেকে| প্রায় প্রতিদিনের চেনা ‘প্রতারণার’ ছবি| এটিএমে পিন হাতিয়ে চুরি রুখতে এবার তৎপর কলকাতা পুলিশ| চালু হচ্ছে ২৪ ঘন্টার হেল্প লাইন পরিষেবা| কলকাতা পুলিশের হেল্প লাইন নম্বর হল, ৮৪৮৫০৬৩১০৪| প্রতারণা হলেও এই হেল্প নম্বরে অভিযোগ জানানো যাবে|
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতরণার বিষয়টি জানার পর দ্রুত অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা সম্ভব| হেল্পলাইন নম্বরের পাশাপাশি পুলিশকে অভিযোগ জানানো যাবে মেল করেও| ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে কলকাতা পুলিশের মেল আইডি, [email protected]
বর্তমানে ব্যাঙ্কের ম্যানেজার সেজে পিন হাতিয়ে প্রতারণা বেড়ে উঠেছে| পলিশের সঙ্গে সঙ্গে গ্রাহকদের এসএমএসের মাধ্যেমে সতর্ক করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষও| কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি| তথ্য ঘাঁটলেই দেখা যায়, এটিএম প্রতরাণার শিকারের তালিকায় নাম রয়েছে প্রাক্তণ রাজ্যপাল থেকে হাইকোর্টের বিচারপতি, চিকিৎসক, অধ্যাপক সহ সমাজের বহু বিশিষ্ট মানুষের|
তাই এটিএমের পিন চুরি রুখতে মানুষকে সচেতন করার পাশাপাশি এবার হেল্পলাইন নম্বরও চালু করল কলকাতা পুলিশ|