আবারও পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামছেন যুব তৃণমূলের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতায় তাঁর নেতৃত্বে মিছিল করবেন তৃণমূলের যুব সংগঠনের সদস্যরা। দুপুর দুটোয় যাদবপুর ৮বি থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে হাজরা মোড়ে। পরে হাজরার অস্থায়ী মঞ্চে এক পথসভাতে বক্তৃতা করবেন তিনি। প্রসঙ্গত, ২৯ সে মে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে ধরনা অবস্থান করেছিলেন এই যুবনেতা। ধরনা শেষে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে, গান্ধী মূর্তি থেকে কালীঘাট নিজের বাসভবন পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলেন তিনি।লাগাতার কর্মসূচি নিয়ে অভিষেক বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি করে চলেছেন। অভিষেকের এই মাস্টারস্ট্রোকে বিজেপি পুরো বেকাদায় পরে গেছে।
