মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে চলেছে কাল। ২মাস ১০ দিনের মাথায় ফল বের হচ্ছে। পরীক্ষা হয়েছিল ১২-২১ মার্চ।মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই জানা যাবে ফল। ওয়েবসাইট দুটি হলো wbresults.nic.inও wbbse.org । এই দুটি ওয়েবসাইটের যে কোনও একটি পেজে গিয়ে ফলাফলের লিঙ্ক ক্লিককরতে হবে। তারপর নিজের রোল নম্বর ও অন্য প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করতে হবে।এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে রোল নম্বর লিখতে হবে। তারপর ৫৪২৪২ বা ৫৬২৬৩ কিংবা ৫৮৮৮৮ নম্বরে পাঠাতে হবে। তারপরই পাল্টা এসএমএসে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার সকালে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর মার্কশিট বিতরণ করা হবে।এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন। এবার ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় রেকর্ড সংখ্যক বেশি। ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২১ হাজার ৩৬৬ জন। মোট পরীক্ষার্থীর ৫৬ শতাংশ। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৫৫৫ জন। মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ।
