আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন। ২৩শে মে একটি ভিডিও মেসেজ এর মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান দ: আফ্রিকার স্বনামধন্য এই ক্রিকেটার।
মি.৩৬০° জানান “I have decided to retire from all international cricket with immediate effect।”
“১১৪ টি টেস্ট, ২২৮টি ওডিআই ও ৭৮ টি টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর তিনি ক্লান্ত, তিনি তার কাজ করেছেন, এখন সময় অন্য কারো এই ভার গ্রহণ করার” জানান দ: আফ্রিকার এই রান মেশিন।
১৪ বছরের ক্রিকেট জীবনে তিনি করেন ২০,০১৪ রান যার মধ্যে টেস্টে ৮৭৬৫, একদিবসীয় ম্যাচে ৯৫৭৭ আর ১৬৭২ রান করেন ২০-২০ ক্রিকেটে। টেস্ট আর ওডিআই দু’ধরনের ক্রিকেটেই তার এভারেজ ৫০’এর ওপর (যথা ৫০.৬৬ ও ৫৩.৫০)।
দেশের হয়ে তার একনিষ্ঠ জয়ের প্রচেষ্টা ক্রিকেট প্রেমীদের আশায় রেখেছিল ভিলিয়ার্স অন্ততপক্ষে ২০১৯ এ ইংল্যান্ডে অনুষ্ঠিত একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ খেলবেন। ফিটনেসের জন্য ২০১৬’র ডিসেম্বর থেকে জানুয়ারি ২০১৭’র মাঝামাঝি তার টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম অন্ততপক্ষে সেটারই ইঙ্গিত দিয়েছিল। সদ্য ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তার অসাধারণ পর্বত প্রমান ২১১ ও ৪২৭ রানের ধারাবাহিকতার পর তার এই বিরাম খুব সম্ভবতই তার ক্রিকেট প্রেমীদের মনে এক গভীর ছাপ ফেলেছিল।
তিনি বলেন ” এটা খুবই শক্ত নির্ণয় ছিল । আমি এটা নিয়ে অনেক গভীর চিন্তা করেছি এবং ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো সিরিজ জয়ের পরে মনে করছি এটাই সঠিক সময় এই সিদ্ধান্ত নেওয়ার।”
তার ক্রিকেট জীবনের সহকারীদের উদ্দেশ্যে তিনি বলেন “আমাকে ক্রিকেট জীবনে সহযোগিতার জন্য আমার কোচ, সহকারী খেলোয়াড় এবং দ: আফ্রিকা ক্রিকেটের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। সবথেকে প্রয়োজনীয় ধন্যবাদ আমার দলের সহকারীদের জানাবো যারা আমার ক্রিকেট কেরিয়ারে আমাকে সমর্থন করে গেছেন। বর্তমানে আমি যা আছি তার অর্ধ শতাংশ হতাম যদি না আমার দলের সহকারীরা আমাকে বছর ধরে সহযোগিতা করে যেতেন। “
তিনি এও বলেন “আমার বিদেশে খেলার কোনো পরিকল্পনা নেই। এমনকি আমি আশা করছি আমি ঘরোয়া ক্রিকেটে যারা দানবিক তাদের কাছে লভ্য হিসাবেই থাকবো এবং আমি ফাফ ডু প্লেসিস ও প্রোটিয়াস এর সবথেকে বড় অনুরাগী হিসাবেই থাকতে চাই।”
একনজরে এ. বি. ডি. ভিলিয়ার্স-এর ৫০,১০০ ও ১৫০ এর একদিবসীয় আন্তর্জাতিক রেকর্ড:
* ৫০ – ১৬ বলে vs ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫
*১০০ – ৩১ বলে vs ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫
*১৫০ – ৬৪ বলে vs ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫
* এ. বি. ডি. ভিলিয়ার্স একমাত্র খেলোয়াড় যার ৫০+ এভারেজ এবং ১০০+ এর সাথে অন্তত পক্ষে ২০ টা ইনিংস আছে।
* বিরাট কোহলি ও মাইকেল বিভান এর পর এ. বি. ডি. ভিলিয়ার্স বিশ্বে তৃতীয় খেলোয়াড় যার অন্তত ৫০ টি ইনিংস এ সর্বোচ্চ এভারেজ আছে।
* এ. বি. ডি. ভিলিয়ার্স হলেন বিশ্বকাপে দ: আফ্রিকার সবথেকে বেশি রান গ্রাহক(১২০৭ রান) ২২ টি ম্যাচ।
তার বিশ্রামের খবরে দ: আফ্রিকা রাষ্ট্রপতি ক্রিস নেনজানি বলেন ” এ বি হলেন দ: আফ্রিকা ক্রিকেটের সর্বকালের সর্ববৃহৎ ক্রিকেটার যার বুদ্ধিমত্তা আর প্রবর্তনিক শক্তির দ্বারা সারা বিশ্বে রোমাঞ্চকর দ্রষ্টান্ত সৃষ্টি করেছেন। এবং সব ধরণের ক্রিকেটে আধুনিক ক্রিকেট কে বিশেষ করে সাদা বলের খেলাকে এক অন্য জায়গায় নিয়ে গেছেন ।”