লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ মিটে গেছে। কিন্তু তারপরও হিংসার রাজনীতি মিটছে না। রাজ্যে একের পর এক আক্রমণ করে চলছে বিজেপি। সেইরকম এক উদাহরণ হল বর্ধমানের নারীগ্রাম।
বর্ধমানের এই গ্রামের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপি। সোমবার রাতে ঘটনার সূত্রপাত। অভিযোগ, নারীগ্রামের পূর্বপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, আরও কয়েকটি বাড়ি ও ক্লাবঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছে স্থানীয় মানুষরা।
এই নিয়ে বেশ উদ্বিগ্ন কমিশন। সমস্ত ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তারপর তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে। রাজ্য জুড়ে এই আক্রমণে সাধারণ মানুষের মনোবল ভেঙে যাচ্ছে বলেও আশঙ্কিত কমিশন।