চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। তাঁর মাঝেই আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বুথে ঢুকে তৃণমূলের পোলিং এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান তিনি। বুথ থেকে বেরনোর সময় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান উপস্থিত জনতা।
তৃণমূল এজেন্টদের হুমকি দেন বলে অভিযোগ। বলেন, ভোটের পরে দেখে নেবেন। এরপর তিনি তর্কাতর্কিও শুরু করেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। তাঁর কথা বলার ভঙ্গি নিয়ে পালটা প্রশ্ন করেন তৃণমূলের এজেন্টরা। এমনকি পুলিশ ও সাংবাদিকদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশকে হুমকির সুরে বলেন, ‘এতক্ষণ কোথায় ছিলেন? এত দেরি করে আসছেন কেন? বেড়াতে বেরিয়েছেন?’
এইভাবে ভোটপর্বের প্রথম থেকেই বিতর্কের জেরে শিরোনামে ছিলেন বাবুল। ভোটের দিনেও সেই বিতর্কের থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না তিনি। এই ঘটনার রিপোর্ট তলব কমিশনের।