বিয়ের পরে নতুন স্ত্রীকে সঙ্গে করে শ্বশুরবাড়িতে যাবেন তাঁর স্বামী এমনটাই নিয়ম। তবে আজ সেই নিয়ম ভেঙে ঘটল সম্পূর্ণ নতুন এক ঘটনা। নিজের বাড়িতে যাওয়ার বদলে বৌকে নিয়ে সোজা ভোটকেন্দ্রে হাজির হলেন নতুন বর। কারণ বিয়ের পর স্বামীর কাছে প্রথম আবদার স্ত্রীর এটাই ছিল।
পূর্ব বর্ধমানের কাটোয়ায় ক্যামেরাবন্দি হয়েছে বর-বউয়ের সাজে নবদম্পতির ভোটদানের সেই ছবি। কাটোয়ার গোয়ালপাড়ার বাসিন্দা মৌ পোদ্দার। অন্যদিকে, কাটোয়ারই পঞ্চাননতলার বাসিন্দা অভিজিত দত্ত। রবিবার রাতে দুজনের চার হাত এক হয়। অভিজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মৌ। অগ্নিসাক্ষী রেখে স্ত্রী মৌয়ের সকল ইচ্ছের পাশে থাকার অঙ্গীকার করেন স্বামী অভিজিত্। রীতি অনুযায়ী এরপর এদিন সকালে মৌয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পালা। শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাপেরবাড়িতে যখন সবাই নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করছেন, তখনই স্বামীর কাছে আবদারটা করেন সদ্য বিবাহিত মৌ।
সদ্য বিবাহিতা স্ত্রীর মুখে এই ইচ্ছের কথা শুনে আর ইতস্তত করেননি অভিজিত। বর-বউয়ের সাজেই সোজা স্ত্রীকে নিয়ে হাজির হন সংশ্লিষ্ট বুথে। ভোট দেন মৌ। বেনারসি, গয়না, ফুলের মালায় নববধূর সাজে সজ্জিত মৌ ভোট দিয়ে বলেন, “দাম্পত্য জীবনে প্রবেশের আগে ভোট দিতে চেয়েছিলাম আমি। ভোট দিয়ে তারপর শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলাম স্বামীর কাছে। নিজে আমাকে ভোটকেন্দ্রে নিয়ে এসে, আমার সেই ইচ্ছায় সর্বতোভাবে সহযোগিতা করেছেন তিনি। আমি খুশি।”