এবার বুথের মধ্যে ঢুকে ‘দাদাগিরি’ করলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ধমক-ধামক দিলেন বুথ কর্মীদের। মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে তর্জন-গর্জন করতেও দেখা যায় তাঁকে। বাবুলের এই আচরণের বিরুদ্ধে এবার রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।
জানা গেছে, আসানসোলের ১৯৯ নম্বর বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ঠিক করে কাজ না করার অভিযোগ তুলে তাঁকে ধমক দেন বাবুল। বাবুলের সেই ‘দাদাগিরি’র ছবি তোলে সংবাদমাধ্যম। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
এর আগেও বারবার তৃণমূল কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবুলের বিরুদ্ধে। প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা এই গায়ক-নেতার কাছে কাজের কৈফিয়ত চেয়েছেন। সেই সময়েও মেজাজ হারিয়ে বাসিন্দাদের ওপর চড়াও হয়েছিলেন বাবুল। বিজেপির থিম সং-এও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তারপরেও সেই গান বাজিয়েছে বিজেপি। এই নিয়েও নির্বাচন কমিশন বাবুলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এবার ভোটের দিন বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকানোর অভিযোগ উঠল। এরও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।