জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জঙ্গী হামলার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানকে প্রত্যাঘাত করল ভারতীয় বায়ু সেনার বিমান। রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউড থেকেও এসেছে শুভেচ্ছাবার্তা। গত ১৪ ফেব্রুয়ারী জইশ জঙ্গীর আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল পুলওয়ামা৷ শহীদ হয়েছিলেন ৪৪ জন জওয়ান৷ তাঁদের সহকর্মীরা চোখের জল এবং মনের দৃঢ়তা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এই আত্মত্যাগ বিফলে যাবে না৷ আজ ছিল কথা রাখার পালা৷
সূত্রের খবর আজ ভোর সাড়ে তিনটে নাগাদ বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গী ঘাঁটি লক্ষ্য করে লেজার নিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ১০০০ কেজি বোমাবর্ষণ করা হয় জঙ্গী ক্যাম্পগুলির উপর। যে উদ্দেশ্য নিয়ে হামলা করেছিল ভারত তা পুরোপুরি সফল৷ মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধীকৃত কাশ্মীরের জঙ্গী ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার জেট। ১০০০ কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ২০০-৩০০ জঙ্গির। সব মিলিয়ে ভারতীয় সেনার মৃত্যুর যোগ্য জবাবে কার্যত খুশি গোটা দেশ। শুভেচ্ছা বার্তা আসছে সমস্ত মহল থেকেই।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা জওয়ানদের মৃত্যুর পর থেকেই বদলার আগুনে ফুঁসছিল গোটা দেশ। সেই আগুন গিয়ে ছড়িয়েছিল বলিউডেও। ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বলি-তারকারা। অনেকই সেনাবাহিনী যাতে এর পাল্টা বদলা নেয় তেমনটাই মতামত দিয়ে টুইট করেছিলেন। বলিউড থেকে অজয় দেবগন, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের-সহ তারকারা নিজেদের টুইটারে ভারতীয় বায়ু সেনার-এর উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই হামলাকে যোগ্য জবাব বলেই মনে করছেন তাঁরা। অক্ষয় কুমার লিখেছেন, ‘ভারতীয় বায়ু সেনার জন্য গর্ব বোধ করছি’। স্বরা ভাস্কর লিখেছেন, ‘ভারতীয় সৈন্যদের স্যালুট’। মধুর ভান্ডারকর লিখেছেন, ‘স্যালুট জানাচ্ছি বায়ুসেনার পাইলটদের। যারা সাহসিকতার সঙ্গে শত্রু পক্ষের নিধন করলেন’।