১৬ বছরের সৌরভ বিশ্বরেকর্ড করে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন। রবিবার নয়াদিল্লিতে শুটিং বিশ্বকাপে ১০ মিটার পিস্তল ইভেন্টে সৌরভ সোনা জিতলেন ২৪৫ স্কোর করে। হারিয়ে দিলেন প্রাক্তন অলিম্পিক সোনাজয়ী চিনের শুটারকে। এক কথায় দারুণ পারফরম্যান্স। সার্বিয়ার ডামি মিচেক ২৩৯.৩ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় হন। ব্রোঞ্জ পান ২০০৮ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের ই পাং। তাঁর স্কোর ২১৫.২। আট প্রতিযোগীর ফাইনালে সৌরভের দাপট এতটাই ছিল যে, ফাইনাল শটের আগেই তিনি সোনা নিশ্চিত করে ফেলেন।
এটাই ছিল সৌরভের প্রথম সিনিয়র বিশ্বকাপ। কিন্তু তাঁর পারফরমেন্স দেখে একবারের জন্যও তা মনে হয়নি। বলেন, ‘অলিম্পিক কোটা, বিশ্বরেকর্ড— এ সব নিয়ে একবারের জন্যও ভাবিনি। শুধু নিজে যেরকম পারফর্ম করি, সেটাই করে যাওয়ার চেষ্টা করেছি।’
