চেন্নাই সিটি এফসি পয়েন্ট টেবিলে সবার উপরে আছে। তবে চেন্নাই আই লিগ খেতাব পকেটে পুরে ফেলেছে বলে মনে করছেন না মোহনবাগান কোচ খালিদ জামিল।
ডার্বির আগে দলের যাবতীয় খামতি মিটিয়ে ফেলাই সবুজ মেরুন কোচের উদ্দেশ্য। ডার্বিতে সাফল্য পেলেই খেতাবি দৌড়ে দল চলে আসবে বলে মনে করছেন বাগান ফুটবলাররা। তাঁদের কথার সুর খালিদ জামিলের গলায়। মোহনবাগান কোচ বলছেন, এখন প্রতিটি দলের সামনেই একাধিক ম্যাচ বাকি রয়েছে। তাই পয়েন্ট টেবিলে ওঠা নামা চলতেই থাকবে। আই লিগ জয়ের অভিজ্ঞতার নিরিখে খালিদ জামিল মনে করেন, আই লিগ খেতাবি দৌড় এখন সকলের জন্য খোলা। যেকোনও দলই জিততে পারে। তবে আপাতত পাখির চোখ ডার্বি ম্যাচ।
খালিদ দায়িত্ব নেওয়ার পরে মোহনবাগান ডিফেন্স গোল হজম করেনি। পরপর দুটো ম্যাচে জয় এসেছে। খালিদ জামিল এবার লক্ষ্যটা বড় করতে চান। তারই সূত্র ধরে ডার্বিতে যেকোনও মূল্যে জয়ের ভাবনাও ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন।
চোট সারিয়ে মাঠে ফেরার জন্য তৈরি ওমর হুসেইনি ও ইউটা কিনিওয়াকি। তবে মিশরিয়ান ও জাপানি মিডফিল্ডারকে আরও সময় দিতে চান মোহনবাগান কোচ।
প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে শক্তিশালী দল বলেছেন। তারা যে রবিবার (২৬ জানুয়ারি) সহজ প্রশ্নপত্র উপহার দেবে না জানেন। তাই খেতাবের ভাবনার পাশাপাশি ডার্বি জয়ের প্রস্তুতিতে খালিদ জামিল ও তাঁর মোহনবাগান।