নয়াদিল্লি : আরও একবার প্রশ্নের মুখে পড়ল এআইএফএফ। বন্ধ হতে চলেছে রিয়াল কাশ্মীর এফসি।(Real Kashmir FC)কাশ্মীরের আবেগকে সঙ্গী করে ভারতীয় ফুটবলে পথচলা শুরু করেছিল ক্লাবটি। আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত আই লিগেও তৃতীয় স্থানে শেষ করেছিল রিয়াল কাশ্মীর। কিন্তু ফেডারেশনের গাফিলতির জেরে সংশয়ের মুখে ক্লাবটির ভবিষ্যৎ।
সূত্রের খবর, ভারতীয় ফুটবলের আগামী মরশুম কবে শুরু হবে, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই টালবাহানার মধ্যে আর দল চালাতে চাইছে না রিয়াল কাশ্মীর কর্তৃপক্ষ।(Real Kashmir FC)বিগত ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় রিয়াল কাশ্মীর। কাশ্মীরের প্রথম ক্লাব হিসাবে বিদেশের মাটিতেও খেলেছে তারা। ফুটবল দুনিয়ায় অভিষেক হওয়ার পর দ্বিতীয় বছরেই আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয় রিয়াল কাশ্মীর। তারপর থেকে টানা ৭ মরশুম আই লিগে খেলেছে কাশ্মীরের দলটি। গত মরশুমে আই লিগে তৃতীয় হয় তারা।

এআইএফএফের কার্যকরী কমিটির সিনিয়র সদস্যদের আপত্তিতে এখনও আটকে রয়েছে আইএসএলের টেন্ডারের নোটিস দেওয়ার প্রক্রিয়া। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ অ্যাওয়ার্ড ফাংশানে বুধবার সৌদি আরবে রওনা হয়ে গিয়েছেন। তাঁরা ফিরবেন ২১ অক্টোবর। ফলে আইএসএলের টেন্ডার নোটিস কবে প্রকাশিত হবে, তা অনিশ্চিত।
এর আগে ফেডারেশন এবং এফএসডিএল একত্রে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, ১৫ অক্টোবরের মধ্যে আইএসএলের সব কাজ মিটিয়ে ফেলে ডিসেম্বর থেকে আইএসএল শুরু করে দেবে। কিন্তু ১৫ অক্টোবর অতিক্রান্ত হয়ে গেলেও ইন্ডিয়ান সুপার লিগের জন্য কোনও টেন্ডার নোটিস প্রকাশ করা হয়নি। আইএসএল নিয়ে জটিলতা না কাটার কারণে আই লিগ নিয়েও ধোঁয়াশা বাড়ছে। সদ্যসমাপ্ত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন নির্ধারণ করতে আইনি লড়াইয়ের পথে হাঁটতে হয়েছে ক্লাবগুলিকে।




