গোয়ালিয়র : আরও একবার বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়াল বিজেপিশাসিত মধ্যপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থা। বৃহস্পতিবার গোয়ালিয়রে(Gwalior) মোরারের সরকারি হাসপাতালে একটি সিরাপের বোতলে কৃমি মেলার অভিযোগ করেছেন এক মহিলা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে হাসপাতালে মজুত থাকা ওষুধের সমস্ত ‘স্টক’।
ওষুধ পর্যবেক্ষক অনুভূতি শর্মা জানান, “হাসপাতালে(Gwalior) মোট ৩০৬টি সিরাপের বোতল ছিল। অভিযোগ পাওয়ার পর সবকটিই বাজেয়াপ্ত করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে বোতলগুলিতে কোনও পোকামাকড়ের অস্তিত্ব মেলেনি। তবে সবকটি বোতলই খতিয়ে দেখা হচ্ছে।” অভিযোগ, সরকারি হাসপাতালে শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপ অ্যাজিথ্রোমাইসিনের বোতলে মিলেছে কৃমি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য।

উল্লেখ্য, সম্প্রতি ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে দুই বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। প্রস্তুতকারক সংস্থা শ্রীসান ফার্মাসিউটিকালের মালিক এস রঙ্গনাথনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, বাতিল করা হয়েছে সংস্থার লাইসেন্সও।




