কলকাতা : আরও একবার হাইভোল্টেজ ডার্বির স্বাদ পেতে চলেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। বুধবার আইএফএ শিল্ডের(IFA Shield) ফাইনালে উঠে গেল মোহনবাগান। ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারাল তারা। শনিবার যুবভারতীতে ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে সবুজ-মেরুন শিবির।
এদিন ম্যাচের শুরু থেকেই চাপ বজায় রাখতে চাইছিল মোহনবাগান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কামিংসের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পেত্রাতোস। তবে গোল করে কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি তিনি। কিছু দিন আগে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া এবং কোচের সঙ্গে মনোমালিন্যের কারণে সমালোচিত হচ্ছেন তিনি।(IFA Shield)

ম্যাচের দ্বিতীয়ার্ধে টম অলড্রেডের জায়গায় আলবের্তো রদ্রিগেসকে নামান মোলিনা। চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে মোহনবাগান। বক্সের ডান দিক থেকে রবসনের ফ্রিকিক উড়ে এসেছিল বক্সে। সেখান থেকে কামিংসের শট লাগে ইউনাইটেড গোলকিপারের গায়ে। সামনেই দাঁড়িয়েছিলেন ইউনাইটেডের অঙ্কন ভট্টাচার্য। তাঁর পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। ৬০ মিনিটের পর ম্যাকলারেনকে নামান মোলিনা। সঙ্গে মাঠে আনেন সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাসকে।
এরপর ৮২ মিনিটে অফসাইডের জন্য ম্যাকলারেনের গোল অফসাইডের কারণে বাতিল হয়। সংযুক্তি সময়ে অভিষেকের শট গোললাইন সেভ করেন ইউনাইটেডের সেইলা তোরে। আর কোনও গোল হয়নি ম্যাচে। উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু থেকেই বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে গ্যালারিতে হাজির হন মোহনবাগান সমর্থকরা। সেখানে সঞ্জীব গোয়েঙ্কাকে সরে যেতে বলা থেকে সুপার জায়ান্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি ভেঙে বেরিয়ে আসা, বিভিন্ন দাবি তোলা হয়েছে।




