কলকাতা: টোটোর অবাধ বিচরণ নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত রাজ্য। সমস্ত টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।(Toto Registration) এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই মর্মে সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। সোমবার থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন।
টোটোচালকরা যাতে অনলাইনে এই আবেদন করতে পারেন, তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা শুরু হয়েছে। তাছাড়া বাংলা সহায়তা কেন্দ্রগুলোতেও এই আবেদন করা হবে। রাজ্যের সমস্ত ব্লকের এই সহায়তা কেন্দ্রগুলোর কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রথমদিন সন্ধ্যে ৬টার মধ্যেই ২৫০ জন এই অনলাইনে আবেদন করেছেন বলে পরিবহণ দফতর সূত্রে খবর। এই প্রক্রিয়া(Toto Registration) চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ নিয়ে সরকারের তরফে আরও প্রচার চালানো হবে। ৩০ নভেম্বরের পর নম্বরবিহীন আর কোনও টোটো চালানো যাবে না।

পরিবহণ দফতর সূত্রে খবর, এক হাজার টাকা ফি দিয়ে টোটো চালক বা মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোড থাকবে। সেই নম্বরের স্টিকার টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে। ৩০ নভেম্বরের পর যে সমস্ত টোটোর গায়ে এই স্টিকার থাকবে না, সেগুলোকে আর রাস্তায় নামতে দেওয়া হবে না।
মূলত, টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে। প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে। পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত, তা ঠিক করবে। উল্লেখ্য, আগামী দিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের।




