নয়াদিল্লি : তালিবান মন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গ তুলে মোদী সরকারকে একহাত নিলেন গীতিকার জাভেদ আখতার।(Javed Akhtar) ৬ দিনের সফরে ভারতে এসেছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর তালিবান মন্ত্রীর প্রথম ভারত সফরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে কেন্দ্র। পুরো ঘটনার তীব্র নিন্দা করলেন জাভেদ। “লজ্জায় মাথা কাটা যাচ্ছে”, লিখলেন তিনি।
এক্স হ্যান্ডেলে জাভেদ(Javed Akhtar) লেখেন, “বিশ্বের সবচেয়ে ভয়ংকর জঙ্গি গোষ্ঠী হল তালিবান। তাদের প্রতিনিধিকে সম্মান ও অভ্যর্থনা জানানো হচ্ছে। যারা সম্মান জানাচ্ছে তাঁরা আবার সমস্তরকম সন্ত্রাসের বিরোধিতা করে। এই ঘটনা দেখে লজ্জায় মাথাকাটা যাচ্ছে আমার। দেওবন্দের লজ্জা পাওয়া উচিত তাঁরা এহেন ব্যক্তিকে সম্মান প্রদর্শন করেছে। মনে রাখা উচিত, এরা সেই লোক যারা নিজের দেশে নারী শিক্ষা পুরোপুরি নিষিদ্ধ করেছে। দেশের ভাই-বোনেরা, দেশে হচ্ছেটা কী?”

সম্প্রতি তালিবানের ভারত সফর নিয়ে কেন্দ্রকে বিঁধেছিলেন মেহবুবা মুফতিও। “আপনারা তো তালিবানকে একসময় সন্ত্রাসী বলতেন। আজ তাঁদের সঙ্গে আলোচনা করছেন, তাহলে নিজের লোকেদের সঙ্গে শত্রুতা কেন করা হচ্ছে? নিজের লোকেদের গলা টিপে ধরা হচ্ছে কেন? দেশের ভিতরে আপনাদের লোকেরা দাঁড়িওয়ালাদের দাঁড়ি কেটে নিচ্ছে। অথচ মাথায় পাগড়ি পরে লম্বা দাঁড়িওয়ালা লোকেরা দেশে আসছেন। তাঁদের সামনে আপনারা হাতজোড় করে দাঁড়াচ্ছেন”, জানিয়েছিলেন তিনি।




