পাটনা: বিধানসভার নির্বাচনে বাকি আর এক মাস। তবে এখনও জট কাটছে না ভোটার তালিকা নিয়ে। এর মধ্যেই ‘মৃত’ ভোটার জেগে উঠেছে বস্তার গ্রামে। বিহারে ৫ ‘মৃত’ ভোটারের মুখে শোনা গেল আর্তি, ‘ হুজুর, আমরা বেঁচে আছি’।
বিহারে এসআইআর এর পর তৈরি হয়েছে নতুন ভোটার তালিকা। তাতেই এবার জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। পাঁচ ‘জীবিত’ ভোটার দেখলেন সেই নতুন তালিকা অনুযায়ী তাঁরা ‘মৃত’। যে পাঁচ জনের নাম ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে তাঁরা হলেন, মোহন শাহ, সঞ্জয় যাদব, রামরূপ যাদব, নরেন্দ্র কুমার দাস, এবং বিষ্ণবর প্রসাদ।

সমাজকর্মী ইন্দ্রদেব মণ্ডলের নেতৃত্বে, শুক্রবার ধোরাইয়া ব্লকের বস্তার গ্রামের ওই পাঁচ ভোটার দেখা করেন বিডিও অরবিন্দ কুমারের সঙ্গে। তিনি জানিয়েছেন, কোনও বৈধ ভোটার ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হবেন না। তিনি বিএলও-দের নির্দেশ দিয়েছেন ছয় নম্বর ফর্ম জমা করে ওই পাঁচজনের নাম যেন ফের ভোটার তালিকায় যুক্ত করা হয়।




