প্রতিবেদন : আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলল মিশর। দীর্ঘ আট বছর পর ফের ফিফা বিশ্বকাপে ফিরছে মিশর। জিবুতিকে হারিয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পিরামিডের দেশ। কাসাব্লাঙ্কায় জোড়া গোল করে দলকে জেতালেন মহম্মদ সালা।
এদিন জিবুতিকে ৩-০ গোলে হারিয়েছে মিশর। বাছাইপর্বে এখন তাদের পয়েন্ট ৯ ম্যাচে ২৩। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে তারা। কোয়ালিফায়ারে সব মিলিয়ে ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসাবে শীর্ষস্থানে রয়েছেন সালা।
ম্যাচের ৮ মিনিটেই জিজোর ক্রস থেকে গোল করে মিশরকে এগিয়ে দেন ইব্রাহিম আদেল। ১৪ মিনিটে অসাধারণ থ্রু থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৮৪ মিনিটে মিশরের হয়ে জয়সূচক করেন লিভারপুল তারকাই। এই জয়ের ফলে আফ্রিকা থেকে মরক্কো এবং তিউনিশার পর তৃতীয় দল হিসাবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল মিশর।
উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ খেলবে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল ‘ফারাও’দের। ২০২৬ বিশ্বকাপে ১৯তম দল হিসাবে যোগ্যতা অর্জন করল মিশর। পরের বছর বিশ্বকাপ হবে ৪৮ দলের। অর্থাৎ, এখনও বাকি রয়েছে ২৭ দলের জায়গা।




