কলকাতা : দাপুটে জয় দিয়ে আইএফএ শিল্ড(IFA Shield )অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। বুধবার তাদের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ শিবির। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন অস্কার ব্রুজোর ছাত্ররা। বল দখলের লড়াইয়ে প্রথম থেকেই শ্রীনিধিকে টেক্কা দেয় মশাল-বাহিনী।
ম্যাচের ২১ মিনিটের মাথায় ফ্রিকিক পায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের শট শ্রীনিধির গোলরক্ষক আদিল ফৈজাল বাঁচালেও ফিরতি বল চলে আসে অরক্ষিত জয় গুপ্তার কাছে। তিনি বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ২৪ বছর বয়সি এই ফুটবলার। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগেড।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধ আরও দুরন্ত ছন্দে খেলা শুরু(IFA Shield)করে ইস্টবেঙ্গল। ৪৮ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন হামিদ আহদাদ। ৫২ মিনিটে কর্নার কিক থেকে দুরন্ত হেডে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোল করেন জিকসন সিং। তবে বাকি সময়ে আর কোনও গোল হয়নি।
শিল্ড ও সুপার কাপে ভালো ফল করতে পারলে সমর্থকদের আস্থা অনেকটাই অর্জন করতে পারবেন সল ক্রেসপোরা, এমনই মনে করছে ফুটবলমহল। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ আগামী ১৪ অক্টোবর। প্রতিপক্ষ নামধারী এফসি।




