কলকাতা: দুর্যোগ কাটিয়ে কিছুটা স্বস্তি উত্তরবঙ্গে। আপাতত ভারী সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে।(Weather Update)তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত। এমনই খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে।(Weather Update)মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।
তবে দক্ষিণবঙ্গে এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না। পাশাপাশি, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি এদিন সকাল থেকেই দেখা গিয়েছে।
অন্যদিকে, শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ভূমিধসে বিধ্বস্ত মিরিক-সহ দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা। বহু মানুষের মৃত্যু হয়েছে। বিপন্ন হয়েছে বন্যপ্রাণও। এমতাবস্থায় স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
জানানো হয়েছে, ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই উত্তরে। তবে আজ, বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে দমকা বাতাস বইতে পারে।




