কলকাতা : অবশেষে দীর্ঘ টানাপোড়েনে ইতি। সুপ্রিম কোর্টের(Supreme Court)নির্দেশে অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়। তালিকায় রয়েছে কলকাতা, যাদবপুর, উত্তরবঙ্গের মতো নামী বিশ্ববিদ্যালয়গুলি।
এই সবকটি বিশ্ববিদ্যালয়ে এতদিন অস্থায়ী উপাচার্য ছিলেন। স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। তা না পাওয়া গেলে রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা যায় না। এতদিন এই নিয়েই চলছিল জটিলতা। সোমবার সমস্ত টানাপোড়েন কাটিয়ে অবশেষে আট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হল।
এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে কার্যভার সামলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিত্র। এবার তাঁকেই স্থায়ী উপাচার্য পদে নিয়োগে সম্মতি মিলল। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য সুরঞ্জন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকে সেভাবে কেউ ছিলেন না উপাচার্য পদে। এবার শীর্ষ আদালতের(Supreme Court)অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্যকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হল।
এক নজরে দেখে নেওয়া যাক নবনিযুক্ত উপাচার্যদের নাম :
কলকাতা বিশ্ববিদ্যালয় : আশুতোষ ঘোষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় : চিরঞ্জীব ভট্টাচার্য।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় : ওমপ্রকাশ মিশ্র।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় : অর্ণব সেন।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় : আশিস ভট্টাচার্য।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় : উদয় বন্দ্যোপাধ্যায়।
সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় : চন্দ্রদীপা ঘোষ।
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় : আবু তালেব।




