কলকাতা: দুর্যোগের জেরে মর্মান্তুক অবস্থা উত্তরবঙ্গে। এখনও উত্তরের সব জায়গায় বৃষ্টি থামেনি। এখন প্রশ্ন, এই দুর্যোগ কাটবে কবে? আবহাওয়া দফতর জানাচ্ছে, এবার ধীরে ধীরে কাটবে দুর্যোগ। সোমবার শুধুমাত্র আলিপুরদুয়ারেই ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি।
সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে।

হাওয়া অফিস জানাচ্ছে, স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তরবঙ্গ। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। আজ সোমবারে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। উত্তরের অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে খবর। প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির আশঙ্কা। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে।
জানানো হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। শক্তি ক্রমশ কমছে। এই ঘূর্ণাবর্ত থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।




