নয়াদিল্লি: সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে।(Supreme Court) সেখানেই নির্বাচন কমিশনকে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। তবে এই নিয়ম আপাতত শুধুমাত্র বিহারের জন্যই লাগু। এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত।
সোমবার নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে, ‘‘পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটারেরা। আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে।’’ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে ১২তম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এত দিন প্রামাণ্য নথি হিসাবে ১১টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। তবে শীর্ষ আদালত জানাল, আধারও ব্যবহার করা যাবে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত(Supreme Court) এ নিয়ে আরও জানায়, আধার কার্ড ভুয়ো না আসল, তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে তা যে সব নিয়ম অবলম্বন করে, এ ক্ষেত্রে তা করতে পারবে। শুনানিতে কমিশন জানিয়েছে, আইনি বিধি মেনে আধারকে পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করবে তারা।
পাশাপাশি, ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, কারও পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে। তবে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। শীর্ষ আদালত বলে, ‘‘আমরা স্পষ্ট করে বলছি, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না।’’
উল্লেখ্য, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে। তবে এতদিন এ ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত।




