কলকাতা: আসন্ন দুর্গাপুজো! তবু শরতের আকাশে কালো মেঘের ছায়া। সেপ্টেম্বরেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী কিছুদিনেও বৃষ্টি থামছে না।(Weather Forecast) কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি থাকবে ঝড়বৃষ্টি। নিম্নচাপ অঞ্চল নেই তবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, যার জেরে ঢুকছে জলীয় বাষ্প। ফলে বৃষ্টি সম্ভাবপ্না থেকেই যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে আরও কিছু দিন। শুক্রবার এবং শনিবার উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দার্জিলিঙেও সেই সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে টানা ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে কোচবিহারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস(Weather Forecast) থাকলেও আপাতত আবহাওয়ার সতর্কতা কিছু নেই।

আবার আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা শুক্রবার কলকাতায় নেই।
শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কম থাকবে। তবে সোমবার থেকে আবার বাড়বে সম্ভাবনা। সোমবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবারের পর আপাতত আর কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।




