প্রতিবেদন : এবার কি বিসিসিআইয়ের শীর্ষপদে বসতে চলেছেন ‘ক্রিকেটের ঈশ্বর’? জল্পনা শুরু হয়েছে তেমনই। শোনা যাচ্ছে, বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শচীন তেণ্ডুলকরের(Sachin Tendulkar) নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষের দিকেই হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। তা আপাতত হচ্ছে লোধা আইন অনুযায়ী। জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন ঠিক হতে এখনও সময় লাগবে। অত অপেক্ষা করতে নারাজ নয় ভারতীয় বোর্ড। রজার বিনির বয়স ৭০ বছর পেরিয়ে গিয়েছে, তাই লোধা আইনে তাঁর পক্ষে আর প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়। তাঁর পরিবর্তে কোনও প্রাক্তন তারকা ক্রিকেটারকেই বোর্ডের প্রেসিডেন্ট পদে বসানোর বিষয়ে পরিকল্পনা চলছে বলে খবর বিসিসিআই সূত্রে।
রজার বিনির আগে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই বিনির উত্তরসূরি হিসাবেও বিরাট মাপের কোনও ক্রিকেটার বোর্ডের শীর্ষপদে বসুন, এমনটাই চাইছে বিসিসিআই। চর্চায় উঠে এসেছে শচীনের(Sachin Tendulkar) নাম। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজেই বহুদিন ধরে এই বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। তিনিই শচীনকে প্রস্তাব দিয়েছেন বোর্ডের প্রশাসনে আসার জন্য।

মাসখানেক আগে অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফি চলাকালীন লর্ডস টেস্টে এই নিয়ে শচীনের সঙ্গে শাহর আলোচনাও হয়েছে বলেও জানিয়েছে সূত্র। তবে শচীন এই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে বহু বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত রয়েছেন শচীন। বোর্ড সভাপতি হতে গেলে সেসব ছেড়ে দিতে হবে। তবে চেয়ারম্যান জয় শাহের সঙ্গে শচীনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তাই শেষ পর্যন্ত বোর্ড সভাপতির কুর্সিতে ‘মাস্টার ব্লাস্টার’-এর বসার সম্ভাবনা প্রবল বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।




