প্রতিবেদন : আর ইভিএমে ভোট নয়। স্থানীয় নির্বাচন হোক ব্যালট পেপারেই।(Ballot Paper) রাজ্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। দেশজুড়ে ইভিএমের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইভিএমে আস্থা হারিয়েছেন মানুষ, তাই ব্যালটেই ভোটগ্রহণ হোক, একটা সময় এমনই রব তুলেছিল বিরোধী শিবির। ২০১৮ সাল নাগাদ ব্যালট বাতিল করে লোকসভা ভোট ইভিএমে করার দাবিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আবেদনপত্রও জমা দিয়েছিল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফেও ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবি জানানো হয়।
ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ রাস্তায় নেমেছেন রাহুল গান্ধী। কিন্তু ইভিএমও নিয়েও যে সন্দেহ রয়েছে তা বুঝিয়ে দিতে নিজেদের দখলে থাকা রাজ্যে ব্যালট(Ballot Paper) ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কর্ণাটকের রাজ্য নির্বাচন কমিশনকে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না। ভোট করাতে হবে ব্যালট পেপারেই।

সে রাজ্যের পরিষদীয় মন্ত্রী এইচ কে পাতিল বলছেন, “ইভিএমের আর কোনও গ্রহণযোগ্যতা নেই। বিশেষ করে মহারাষ্ট্র নির্বাচনে যেভাবে শেষবেলায় হাজার হাজার ভোট পড়ল, তারপর থেকে ইভিএম নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়েছে।” তাঁর চ্যালেঞ্জ, বিজেপি পারলে দেখাক যে ইভিএম ছাড়াও তারা জিততে পারে। কর্ণাটকের ওই স্থানীয় নির্বাচনে রাজ্যের ৬০ শতাংশ মানুষ ভোট দেন। ১৯৮২ সালে শেষবার কর্ণাটকে ব্যালট পেপারে ভোট হয়েছিল।
বিগত ২০১৭ সালের উত্তরপ্রদেশ নির্বাচনের পর থেকেই ইভিএম দুর্নীতি নিয়ে সরব হয় বিরোধীরা। প্রথম সুর চড়িয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। মায়াবতীর সুরেই পরে সুর মেলান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এরপর দিল্লির পুর নির্বাচনে পরাজয়ের পর ইভিএম নিয়ে সরব হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লি বিধানসভায় নজিরবিহীনভাবে কীভাবে ইভিএম হ্যাক হয় তা দেখানোরও চেষ্টা করেছিলেন আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ। কার্যত বাধ্য হয়ে ইভিএম নিয়ে সর্বদল বৈঠকের ডাক দেয় নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি, একের পর এক দুর্নীতির অভিযোগ, এবং কিছুক্ষেত্রে ইভিএমের গোলযোগের প্রমাণ মেলায় সাধারণ ভোটাররা এর উপর থেকে আস্থা হারাচ্ছেন। এই মুহূর্তে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ প্রকাশ্যে আসায় এমনিই বেশ চাপে নির্বাচন কমিশন। তার উপর কংগ্রেসের এমন পদক্ষেপ তাদের মাথাব্যথা বাড়াল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।




