কলকাতা : বিগত কিছুদিন ধরেই ভিনরাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে রাজনৈতিক মহলে চলছে শোরগোল। এই ইস্যুতে আলোচনায় গত সোমবার থেকে বিধানসভায় চলছে বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। বাংলা ও বাঙালি নিয়ে বৃহস্পতিবার আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠলে তুমুল অশান্তি সৃষ্টি করেন বিজেপি বিধায়করা। অশান্তির মাঝেই ‘পরিবর্তন’ আসলে কী, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় একহাত নিলেন গেরুয়া শিবিরকে। ”বাংলায় পরিবর্তন চাই। আর সেটা হল বিজেপি হঠাও। বিজেপি সাম্প্রদায়িক, তফসিলি বিরোধী, হিন্দু বিরোধী দল। ওদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে”, সাফ জানালেন তিনি।
এদিন বিধানসভায় বাংলা ও বাঙালি হেনস্থা বিরোধী প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যের শুরুতেই বিজেপি বিধায়করা বাধা দিতে থাকেন। দফায় দফায় অধিবেশন উত্তপ্ত হয়।জবাবে মমতা কার্যত বিজেপির উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে দেন। তাঁর কথায়, “বিজেপি বাংলা বিরোধী। এরা চায় না, আমি দুটো বাংলায় কথা বলি। তাই বাধা দিচ্ছে। এরা ভোটচোর, দুর্নীতিবাজ। এভাবে বাংলায় ভোটে জেতা যাবে না। এরা সব হারবে।”

বিজেপিকে নিশানা করে মমতা স্পষ্টতই জানান, “তোমরা মানুষকে অত্যাচারের দল, লুটেরার দল। দেশে পরিবর্তন চাই। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। বাংলা বিরোধী বিজেপি হঠাও, দেশ বাঁচাও। বাংলার মানুষ এর জবাব দেবে। তোমাদের জিরো করে দেবে।”




