কলকাতা : করম পুজো উপলক্ষে আদিবাসীদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। জানালেন, আদিবাসী ভাই-বোনেদের শ্রদ্ধা জানাতেই করম পুজো, বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন ও হুল দিবসে ছুটি ঘোষণা করেছেন তিনি।
বিশেষ এই পরবে পড়শি রাজ্য ঝাড়খণ্ড-সহ ওড়িশা, ছত্তিসশড়ে ছুটি থাকে বরাবরই। বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে কুরমিদের জন্যও করমপুজোয় ছুটি ঘোষণার আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন তিনি। ওই পুজোয় ছুটির দাবিতে সরব হন কুরমি জনজাতির মানুষজনও। পরবর্তীতে করব পুজোয় অঞ্চল ভিত্তিতে ছুটি ঘোষণা করা হয়। তবে তা বদলে পরবর্তীতে এই পুজোয় সম্পূর্ণ ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।
এদিন শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি। ১৫ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এইসব সিদ্ধান্ত।”




