কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ! কলকাতায় ঝেঁপে বৃষ্টি তারপরেই আবার রোদ! এমনই খামখেয়ালি আবহাওয়া। তবে গরমের অস্বস্তি নেই বললেই চলে। এর মধ্যেই বুধেও ঝড়বৃষ্টি জারি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় এদিন ঝড়বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার দুর্যোগ চলতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। বুধের পর আগামী শনিবার পর্যন্ত উত্তরে আর তেমন বৃষ্টির সতর্কতা নেই। রবিবার ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পঙেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।




