প্রতিবেদন : বৃহস্পতিবার রাতেই অনুষ্ঠিত হয়ে গেল আগামী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ(UEFA Champions League) মরসুমের ড্র। প্রতিযোগিতার নতুন ফরম্যাট অনুযায়ী একাধিক বড় দলের বিরুদ্ধে খেলতে হবে প্রতিটি বড় দলকেই।
উল্লেখ্য, গত মরসুমেই আনকোরা ধাঁচে আত্মপ্রকাশ করেছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।(UEFA Champions League) প্রথাগতভাবে আলাদা আলাদা গ্রুপ না করে ৩৬টি দলকে চারটি আলাদা আলাদা ‘পটে’ রাখা হয়েছে। প্রতিটি পটে ৯টি করে দল থাকবে। প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। চারটি পট থেকেই দুটি করে দলের বিরুদ্ধে খেলতে হবে প্রতিটি দলকে। যার মধ্যে চারটি হোম ম্যাচ, চারটি অ্যাওয়ে ম্যাচ। সফটওয়্যারের মাধ্যমেই পুরো গ্রুপের বিন্যাস করা হয়েছে।
বড় দলগুলির মধ্যে কারা কাদের মুখোমুখি হবে, তা জেনে নেওয়া যাক এক নজরে।
১) রিয়াল মাদ্রিদ : ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকস, মোনাকো ও কাইরাত আলমাতি।
২) বার্সেলোনা : পিএসজি, চেলসি, ফ্র্যাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকস, স্লাভিয়া প্রাগ, কোপেনহাগেন, নিউক্যাসল।
৩) পিএসজি : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতলান্তা, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন, নিউক্যাসল, অ্যাথলেটিক বিলবাও।
৪) লিভারপুল : রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, ফ্র্যাঙ্কফুর্ট, পিএসভি, মার্সেই, কারাবাগ, গালাতাসারে।
৫) ম্যান সিটি : বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, বিয়ারিয়াল, নাপোলি, বোদো, গালাতাসারে ও মোনাকো।
৬) চেলসি : বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আতালান্তা, আয়াখস, নাপোলি, পাফোস ও কারাবাগের।
৭) আর্সেনাল : বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকস, স্লাভিয়া প্রাগ, কাইরাত আলমাতি, অ্যাথলেটিক বিলবাও।
৮) বায়ার্ন মিউনিখ : চেলসি, পিএসজি, ক্লাব ব্রুজ, আর্সেনাল, স্পোর্টিং লিসবন, পিএসভি, ইউনিয়ন এসজি, পাফোস।




