শ্রীনগর: লাগাতার বিপুল বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা জম্মু ও কাশ্মীরের। বৈষ্ণোদেবীর যাত্রাপথে বাড়ল মৃতের সংখ্যা। এই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। আহত ২৩ জন। আশঙ্কা করা হচ্ছে, ভূমিধসের(Landslide )ফলে বহু মানুষ আটকে রয়েছেন ধংসস্তূপের নিচেই। শুরু হয়েছে উদ্ধারকার্য।
মঙ্গলবার দুপুরে অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে পাহাড়ের ঢাল বেয়ে পাথর, বোল্ডার নেমে আসে। ভূমিধস(Landslide )থেকে বাঁচতে পুণ্যার্থীদের হুড়োহুড়ি পড়ে যায়। এই ভয়াবহ ঘটনাতে গতকাল জানা যায়, মৃত্যু হয়েছে ৯ জনের। আর আহত হন ১৪ জন।

এই ঘটনায় বুধবার মৃতের সংখ্যাই বেড়ে হল ৩১। এখনও ধসের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে ধসের বিষয়ে জানিয়েছে বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষও। এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের অন্যান্য অঞ্চলগুলিতে আতঙ্কের মেঘ জমেছে। কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে মঙ্গলবারই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। এর পর গতকাল মেঘভাঙা বৃষ্টি নামে ডোডায়। ভয়ংকর বৃষ্টির জেরে আসে হড়পা বান। প্রশাসনের তরফে জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে অন্তত চার জনের। পাশাপাশি বহু মানুষ নিখোঁজ। তাউই নদীর জল বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে বলে দাবি করেছে প্রশাসন।