বর্ধমান : মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সপাট জবাব ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister) তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে বিঁধতে গিয়ে মোদির বক্তব্যে একাধিকবার ‘চুরি’, ‘চোর’ শব্দগুলি শোনা যায়। মঙ্গলবার তারই জবাব শোনা গেল মমতার মুখে।
এদিন বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মমতার প্রশ্ন, ”আপনার চেয়ারকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করতেই হবে, বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী? চোর আপনাদের ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর। আর আপনারা ভোটের সময় পরিযায়ীর মতো আসেন বাংলায়। এসে চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন।”

পাশাপাশি, ক্রমাগত বাংলার প্রতি বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ফের তুলোধোনা করলেন মমতা।(Chief Minister) কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করায় রাজ্যের কোষাগার থেকেই সেসব প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে, একথা আরও একবার মনে করিয়ে দেন রাজ্যের। ”কেন্দ্র ১৮৬ টা প্রতিনিধিদল পাঠিয়েছিল। তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তা সত্ত্বেও অস্বচ্ছতার অভিযোগ করা হচ্ছে। বাংলাকে শূন্য দেওয়া হচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়?”, কেন্দ্রকে একহাত নিয়ে জানান তিনি।