নয়াদিল্লি : বিরোধীদের ক্রমাগত চাপে শেষমেশ নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।(Election Commission Of India )গত দেড় বছরে কার্যত দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া নিয়েই একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে তারা। রীতিমতো প্রশ্নের মুখে কমিশনের বিশ্বাসযোগ্যতা। ভোটার তালিকা, ইভিএম, ভিভিপ্যাট গণনা, অকস্মাৎ ভোটের হার বেড়ে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যার ফলে একপ্রকার বাধ্য হয়েই এবার ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ করার কাজ শুরু করল তারা।
Read More: ফিরলেন গিল, ব্রাত্য শ্রেয়স! এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা বিসিসিআইয়ের
একটি বিবৃতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের(Election Commission Of India )তরফে। দাবি করা হয়েছে, গত ছ’মাস ধরে দেশজুড়ে সব রাজনৈতিক দল-সহ অংশীদারদের সঙ্গে নিয়ে ভোটপ্রক্রিয়ার সব স্তরে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকায় শুদ্ধিকরণ, ভোটপ্রক্রিয়ায় সরলীকরণ, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ্ব করার চেষ্টা করা হচ্ছে। কমিশন জানিয়েছে, গোটা ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে মোট ২৮টি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে ৪ হাজার ৭১৯টি বৈঠক করা হয়েছে। এর মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকরাই ৪০টি বৈঠক করেছেন। রাজ্য, জেলাস্তরেও রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রাজ্য ও জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলির একেবারে শীর্ষস্তরে নেতানেত্রীদের সঙ্গে বৈঠকও।

নির্বাচন কমিশন যে ২৮টি পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে, অস্বীকৃত এবং নিষ্ক্রিয় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা, বিএলও-দের সচিত্র পরিচয়পত্র প্রদান, ইভিএমের মাইক্রোকন্ট্রোলার নিয়মিত পরীক্ষা, অন্যান্য দেশের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা, একটি অ্যাপে ভোট সংক্রান্ত সব সমস্যার সমাধান, ১০০ শতাংশ ওয়েবকাস্টিং, প্রতি মুহূর্তে ভোটের হারের আপডেট দেওয়া। এর মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। কথা চলছে আরও কিছু সিদ্ধান্ত নিয়ে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958099497114058888