প্রতিবেদন : আগামী মাসেই শুরু এশিয়া কাপ। এবছর টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে, তা এখনও ধোঁয়াশায়। সেই টালমাটালের মধ্যেই ঘোষিত হয়েছে এশিয়া কাপের(Asia Cup) দিনক্ষণ। ৯ই সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সেই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে চড়ছে পারদ। এর মধ্যেই ভারত-পাক ম্যাচ চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে বিজ্ঞাপনের জন্য আকাশ ছুঁল বাজারদর। এশিয়া কাপের স্বত্ব রয়েছে সোনি টিভির কাছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এশিয়া কাপে ভারতের ম্যাচের ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ১৪-১৬ লক্ষ টাকা হতে পারে! সহকারী-স্পনসরশিপের মূল্য ১৮ কোটি টাকা। সহযোগী স্পনসরশিপে মূল্য ১৩ কোটি টাকা।
Read More: বাংলা বঞ্চনা নিয়ে তোপ কেন্দ্রকে, নির্বাচন কমিশনকেও নিশানা অভিষেকের
ভারত-পাকিস্তান বাইশ গজের লড়াই ক্রিকেটমহলে ভীষণই জনপ্রিয়। দুই দেশের কোটি-কোটি মানুষ তো বটেই, এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই এই বিরাট সংখ্যক দর্শকের আগ্রহ ও উন্মাদনাকে কাজে লাগিয়ে নিজেদের বিজ্ঞাপন প্রচারে সব সংস্থাই আগ্রহী থাকে। কিন্তু এশিয়া কাপের(Asia Cup) ক্ষেত্রে তা যেন আগের সমস্ত রেকর্ড ভেঙে দিতে চলেছে। সাম্প্রতিক সময়ে যেহেতু দুই দেশের মাটিতে ভারত-পাক লড়াই হয় না, ফলে স্টেডিয়ামে ম্যাচ দেখা থেকে বহু মানুষ বঞ্চিত হন। সেক্ষেত্রে ভরসা টিভি বা বিভিন্ন অ্যাপই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1957443396244570117
তবে রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতিতে আদৌ ভারত-পাক ম্যাচ হয় কি না, সেদিকে সবারই নজর থাকবে। সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। সেমিফাইনালে আফ্রিদিদের বিরুদ্ধে নামতে চাননি যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে রয়েছে ফাইনালও।