কলকাতা: কবি সুভাষ মেট্রোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ! ১৫ বছর চালু থাকার পরে আপ লাইনের ৪টি পিলারে ফাটল দেখা দিল কবি সুভাষ মেট্রোতে। ২০১০ থেকে চালু থাকা এই মেট্রোস্টেশনের কোনও রক্ষণাবেক্ষণই কী হয়নি তবে? তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আপাতত এই পরিস্থিতিকে সামাল দিতে টানা এক বছর বন্ধ রাখা হবে কবি সুভাষ মেট্রো। ভোগান্তির শিকার হবেন যাত্রীরা।
অন্যান্য মেট্রোস্টেশনগুলোর বয়স ৪০ পেরিয়েছে কিন্তু তাতেও এহেন সমস্যা নেই। তবে কবি সুভাষে এরকম ফাটল কেন? জানা গিয়েছে, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে, সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই। তাই ধীরে ধীরে বেড়েছে। মেট্রোর এক আধিকারিকের কথায়, “এই ধরনের ফাটল তো একদিনে হয়নি। কিন্তু বিষয়টির গুরুত্ব হয়তো সঠিক সময়ে আন্দাজ করতে পারেনি কর্তৃপক্ষ।” মেট্রোর দাবি, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল।

অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকেই বন্ধ এই মেট্রোস্টেশন। নিউ গড়িয়া মেট্রো থেকে বহু মানুষ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন ধরেন। এই পরিস্থিতিতে ভোগান্তি সবথেকে বেশি হচ্ছে তাঁদের। তাঁদের কথায়, “এই দুর্ভোগ কতদিন চলবে কে জানে! সবে তো শুরু। কয়েকদিন ধরেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে সমস্যা দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল পুজোর পর এই কাজে হাত দেওয়া যাবে। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বদলায় পরিস্থিতি। গঠনগত কারণে একের পর এক পিলারে ফাটল দেখা যায়। বসে যায় প্ল্যাটফর্মের বেশ কিছু অংশ। এই পিলার সারাতে কতদিন সময় লাগবে জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ।”




