কলকাতা: বিজেপিশাসিত রাজ্যগুলিতে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলাভাষীরা। এর বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের তরফ থেকে প্রতিবাদের সুর চড়া হয়েছে। এহেন অবস্থায় আন্তর্জাতিক মহলেও বাঙালিদের উপর অত্যাচারের ঘটনা ছড়িয়ে পড়ল। সম্প্রতি এই ইস্যুতে উদ্বেগ প্রকাশ করল নিউ ইয়র্কের এক মানবাধিকার সংস্থা। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউ ইয়র্কের ওই মানবাধিকার সংস্থার একটি রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তাতে উল্লেখ করা হয়েছে, ভারতের বাংলাভাষী লোকজনের উপর বিজেপিশাসিত রাজ্যগুলিতে অত্যাচার এবং অবৈধভাবে থাকার অভিযোগে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার তাদের সেই রিপোর্টের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার কর্ণধার এলায়েন পিয়ারসনের বক্তব্য উঠে এসেছে সেই রিপোর্টে। তাঁর বক্তব্য, বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে যে কোনও নাগরিককে হেনস্থা চলছে। রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে বিজেপিশাসিত অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশায় এমন ঘটনা বেশি ঘটছে।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের এক্স হ্যান্ডলে এই খবর প্রকাশ্যে এনেছেন। পাশাপাশি, কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি আক্রমণ হেনে মমতা পোস্টে লিখেছেন, বাঙালি হেনস্থা নিয়ে বাংলার সরকার যে প্রতিবাদ করেছে, তাকে মান্যতা দিল আন্তর্জাতিক সংস্থাও। এটা খুব লজ্জার! এবার তো এসব বন্ধ হোক।




