কলকাতা : কেটে গিয়েছে প্রায় তিন মাস। পহেলগাঁও জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি এখনও দগদগে দেশবাসীর মনে। সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ গিয়েছিল ২৬ নিরীহ মানুষের। সোমবার, ২১ জুলাই, ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ উঠে এল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারল না ভারত? প্রশ্ন তুললেন মমতা। “আপনারা তো ট্রাম্পের কথায় চলেন। আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট”, মোদী সরকারের মন্ত্রিসভাকে নিশানা করে সাফ জানালেন তিনি।
এদিন বাংলার অস্মিতাকে হাতিয়ার করেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা। ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলা ভাষার অপমান তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। এর পরেই পহেলগাঁও প্রসঙ্গ তুললেন তিনি। নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন। “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দু’টো বাংলা বলবেন? দেশের কী অবস্থা? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?”, প্রশ্ন মমতার।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানে হামলা দাবি তুলে পালটা আক্রমণ করে শাহবাজ শরিফের সেনা। উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাপ দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন। তাহলে কি ট্রাম্পের কথা মতো চলছে মোদী সরকার? প্রশ্ন ওঠে তখনই। একুশের মঞ্চ থেকে কেন্দ্রের উদ্দেশ্যে সেই জিজ্ঞাসাই আরও একবার ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।